ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮২৬
নামাযের অধ্যায়
তিন রাকআত বিতরের নিষেধাজ্ঞা ও তার ব্যাখ্যা
(৮২৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তিন রাকআত বিতর আদায় করবে না। তোমরা পাঁচ অথবা সাত রাকআত বিতর আদায় করবে। তোমরা সালাতুল বিতরকে সালাতুল মাগবিরের মতো করে আদায় করবে না।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا توتروا بثلاث أوتروا بخمس أو يسبع ولا تشبهوا بصلاة المغرب
হাদীস নং: ৮২৭
নামাযের অধ্যায়
তিন রাকআত বিতরের নিষেধাজ্ঞা ও তার ব্যাখ্যা
(৮২৭) তাবিয়ি আবুল আলিয়া বলেন, মুহাম্মাদ (ﷺ) এর সাহাবিগণ আমাদেরকে সালাতুল বিতর শিখিয়েছেন তিন রাকআত সালাতুল মাগরিবের মতোই, ব্যতিক্রম হল যে, আমরা বিতরের তৃতীয় রাকআতে কুরআন পাঠ করি। এ হল রাতের বিতর (বেজোড় সালাত) এবং মাগরিব হল দিনের বিতর (বেজোড় সালাত)।
كتاب الصلاة
عن أبي العالية قال: علمنا أصحاب محمد صلى الله عليه وسلم أن الوتر مثل صلاة المغرب غير انا نقرأ في الثالثة فهذا وتر الليل وهذا وتر النّهار
tahqiq

তাহকীক: