ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯০৩
নামাযের অধ্যায়
বেশী বা কম করলে সাজদা করতে হবে
(৯০৩) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি বেশী বা কম করে তাহলে সে যেন দুইটি সাজদা করে ।
كتاب الصلاة
عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا: إذا زاد الرجل أو نقص فليسجد سجدتين
tahqiq

তাহকীক: