ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৯১৪
নামাযের অধ্যায়
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূরা নাজমে সাজদা করেন এবং তাঁর সাথে মুসলিমগণ, মুশরিকগণ, জিনগণ এবং মানুষগণ সাজদা করেন ।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم سجد بالنجم وسجد معه المسلمون والمشركون والجن والإنس
তাহকীক:
হাদীস নং: ৯১৫
নামাযের অধ্যায়
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৫) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় সূরা নাজম পাঠ করেন এবং তাতে সাজদা করেন। তাঁর সাথে যারা ছিলেন সবাই সাজদা করেন। শুধুমাত্র একজন বয়স্ক ব্যক্তি বাদে, যিনি সাজদা থেকে বিরত থাকেন । তিনি একমুষ্টি কাঁকর বা মাটি হাতে নিয়ে কপালে ঠেকান এবং বলেন, আমার জন্য এ-ই যথেষ্ট। আমি পরে দেখেছি যে, লোকটি কাফির অবস্থায় নিহত হয়েছে।
كتاب الصلاة
عن ابن مسعود رضي الله عنه قال: قرأ النبي صلى الله عليه وسلم النّجم بمكة فسجد فيها وسجد من معه غير شيخ أخذ كفا من حصى أو تُراب فرفعه إلى جبهته وقال: يكفيني هذا فرأيته بعد ذلك قتل كافرا
তাহকীক:
হাদীস নং: ৯১৬
নামাযের অধ্যায়
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সূরা নাজম লেখা হচ্ছিল। যখন তিনি সাজদার স্থানে পৌঁছে গেলেন তখন সাজদা করলেন। আমরাও তাঁর সাথে সাজদা করলাম। কালির দোয়াত এবং কলমও সাজদা করে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه قال: كتبت عند رسول الله صلى الله عليه وسلّم سورة النجم فلما بلغ السجدة سجد وسجدنا معه وسجدت الدواة والقلم
তাহকীক:
হাদীস নং: ৯১৭
নামাযের অধ্যায়
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৭) তাবিয়ি আবু রাফি’ বলেন, আমি আবু হুরাইরা রা.র সাথে ইশার সালাত আদায় করি। তিনি সূরা ইনশিকাক (ইয়াস সামাউন শাক্কাত) পাঠ করেন এবং সাজদা করেন। তখন আমি বললাম, এ কী? তিনি বললেন, আমি আবুল কাসিম (রাসূলুল্লাহ) (ﷺ) এর পেছনে এই সূরা পাঠ করে সাজদা করছি। কাজেই আমি তাঁর সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এই সূরায় সাজদা করেই যাব।
كتاب الصلاة
عن أبي رافع قال: صليت مع أبي هريرة رضي الله عنه العتمة فقرأ إذا السماء انشقت فسجد فقلت ما هذه؟ قال سجدت بها خلف أبي القاسم صلى الله عليه وسلم فلا أزال أسجد فيها حتى ألقاه
তাহকীক:
হাদীস নং: ৯১৮
নামাযের অধ্যায়
মুফাসসাল সূরাগুলোর সাজদা: নাজম, ইনশাক্কাত ও ইকরা
(৯১৮) আবু হুরাইরা রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সূরা ইনশিকাক (ইযাস সামাউন শাক্কাত) ও সূরা আলাক (ইকরা বিসমি রাব্বিকা) এর মধ্যে সাজদা করি।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه قال: سجدنا مع النبي صلى الله عليه وسلم في إذا السماء انشقت واقرأ باسم ربك
তাহকীক: