ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৩৮
নামাযের অধ্যায়
মুসাফির কখন সালাত পূর্ণ করবে
(৯৩৮) তাবিয়ি মুজাহিদ বলেন, ইবন উমার রা. যখন ১৫ দিন অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করতেন তখন সালাত পূর্ণরূপে (চার রাকআত) আদায় করতেন।
كتاب الصلاة
عن مجاهد قال: كان ابن عمر رضي الله عنهما كان إذا أجمع على إقامة خمسة عشر يوماً أتم الصلاة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৩৯
নামাযের অধ্যায়
মুসাফির কখন সালাত পূর্ণ করবে
(৯৩৯) ইবন উমার রা. বলেন, তুমি যদি মুসাফির হও এবং ১৫ দিন অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ কর তাহলে সালাত পূর্ণ করবে। আর যদি তুমি না জান যে কতদিন থাকবে তাহলে সালাত সংক্ষেপ (কসর) করবে।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما: إذا كنت مسافراً فوطنت نفسك على إقامة خمسة عشر يوماً فأتمم الصلاة وإن كنت لا تدري فاقصر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৪০
নামাযের অধ্যায়
মুসাফির কখন সালাত পূর্ণ করবে
(৯৪০) তাবিয়ি হাসান বসরি বলেন, আমরা আব্দুর রহমান ইবন সামুরা রা.র সাথে পারস্যের এক এলাকায় দুইবছর ছিলাম। তিনি সালাত একত্র করতেন না এবং দুই রাকআতের বেশী পড়তেন না।
كتاب الصلاة
عن الحسن قال: كنا مع عبد الرحمن بن سمرة رضي الله عنه ببعض بلاد فارس سنتين. فكان لا يجمع ولا يزيد على ركعتين
tahqiq

তাহকীক: