ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০ টি
হাদীস নং: ৯৭৬
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৭৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি জুমুআর দিনে ইমামের খুতবা দানের সময় কথা বলে সেই ব্যক্তির দৃষ্টান্ত পুস্তক বহনকারী গাধার মতো। আর যে ব্যক্তি তাকে চুপ করতে বলবে তার কোনো জুমুআ নেই।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب فهو كمثل الحمار يحمل أسفارا والذي يقول له أنصت ليس له جمعة
তাহকীক:
হাদীস নং: ৯৭৭
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৭৭) আবু দারদা রা. একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর খুতবা প্রদানকালে পাশে উপবিষ্ট উবাই ইবন কা'ব রা.র সাথে কথা বলার চেষ্টা করেন। উবাই কথা বলা থেকে বিরত থাকেন এবং খুতবা শেষে বলেন, আপনার কথাটুকু ছাড়া আপনি আপনার জুমুআর কিছুই পান নি। আবু দারদা রাসূলুল্লাহ (ﷺ) কে বিষয়টি জানান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, উবাই সত্য বলেছে। তুমি যখন তোমার ইমামকে কথা বলতে শুনবে তখন নীরব হয়ে যাবে, তার খুতবা সমাপ্ত হওয়া পর্যন্ত।
كتاب الصلاة
عن أبي الدرداء رضي الله عنه في قصة مع أبي عند الخطبة مرفوعا: صدق أبي فإذا سمعت إمامك يتكلم فأنصت حتى يفرغ
তাহকীক:
হাদীস নং: ৯৭৮
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৭৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি যদি জুমুআর দিনে ইমামের খুতবা প্রদানকালীন তোমার সাথিকে বল, ‘চুপ করো’ তাহলেও তুমি কথা বলে খুতবা নষ্ট করলে ।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب فقد لغوت
তাহকীক:
হাদীস নং: ৯৭৯
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৭৯) ইবন আব্বাস রা. ও ইবন উমার রা. থেকে বর্ণিত, তারা জুমুআর দিনে (হুজরা থেকে মিম্বরের উদ্দেশ্যে) ইমামের বের হওয়ার পরে সালাত আদায় এবং কথা বলা অপছন্দ করতেন (মাকরূহ মনে করতেন)।
كتاب الصلاة
عن ابن عباس وابن عمر رضي الله عنهم أنهما كانا يكرهان الصلاة والكلام يوم الجمعة بعد خروج الإمام
তাহকীক:
হাদীস নং: ৯৮০
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮০) উকবা ইবন আমির রা. বলেন, ইমামের মিম্বরের উপর থাকা অবস্থায় সালাত আদায় অবাধ্যতা-পাপ।
كتاب الصلاة
عن عقبة بن عامر رضي الله عنه قال: الصلاة والإمام على المنبر معصية
তাহকীক:
হাদীস নং: ৯৮১
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮১) সা'লাবা ইবন আবু মালিক কুরাযি বলেন, মিম্বরের উপরে ইমামের বসা সালাত বন্ধ করে দেয় এবং ইমামের কথা (খুতবা শুরু করা) কথা বন্ধ করে দেয় । তিনি বলেন, (জুমুআর দিনে খুতবার জন্য) উমার ইবনুল খাত্তাব রা. যখন মিম্বরের উপরে বসতেন তখন সমবেত মুসল্লীবৃন্দ কথাবার্তা বলতেন, যতক্ষণ না মুয়াযযিন আযান শেষ করে চুপ হয়ে যেত। এরপর যখন উমার রা. মিম্বরের উপরে দাঁড়িয়ে পড়তেন তখন কেউ কোনো কথা বলতেন না, যতক্ষণ না তিনি তার দুইটি খুতবাই শেষ করতেন। উমার রা. যখন মিম্বর থেকে নেমে পড়তেন এবং খুতবা শেষ করতেন তখন তারা কথাবার্তা বলতেন।
كتاب الصلاة
عن ثعلبة بن أبي مالك الفرضي أن جلوس الإمام على المنبر يقطع الصلاة وكلامه يقطع الكلام وقال: إنهم كانوا يتحدثون حين يجلس عمر بن الخطاب رضي الله عنه على المنبر حتى يسكت المؤذن فإذا قام عمر رضي الله عنه على المنبر لم يتكلم أحد حتى يقضي خطبتيه كلتيهما ثم إذا نزل عمر رضي الله عنه عن المنبر و قضى خطبتيه تكلموا
তাহকীক:
হাদীস নং: ৯৮২
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮২) তাবিয়ি ইবন শিহাব যুহরি বলেন, ইমামের (হুজরা থেকে মিম্বরের উদ্দেশ্যে) বের হওয়া সালাত বন্ধ করে দেয় এবং তার কথা (খুতবা শুরু) কথা বন্ধ করে দেয়।
كتاب الصلاة
عن الزهري قال: خروج الإمام يقطع الصلاة وكلامه يقطع الكلام
তাহকীক:
হাদীস নং: ৯৮৩
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮৩) ইবন উমার রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, তিনি বলেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন যদি ইমাম মিম্বরের উপরে থাকে তাহলে কোনো সালাত নেই এবং কোনো কথা নেই, যতক্ষণ না ইমাম খুতবা শেষ করবে।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنه مرفوعا: إذا دخل أحدكم المسجد والإمام على المنبر فلا صلاة ولا كلام حتى يفرغ الإمام
তাহকীক:
হাদীস নং: ৯৮৪
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনে মানুষদেরকে খুতবা দিচ্ছিলেন, এমতাবস্থায় একব্যক্তি আগমন করে। তখন তিনি বলেন, হে অমুক, তুমি কি সালাত আদায় করেছ? লোকটি বলে, না। তিনি বলেন, উঠে দাঁড়াও এবং দুই রাকআত সালাত আদায় করো।
كتاب الصلاة
عن جابر بن عبد الله رضي الله عنه قال: جاء رجل والنّبي صلى الله عليه وسلم يخطب الناس يوم الجمعة فقال: أصليت يا فلان؟ قال لا قال قم فاركع ركعتين (فصل ركعتين)
তাহকীক:
হাদীস নং: ৯৮৫
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮৫) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খুতবা প্রদান কালে বলেন, যদি তোমাদের কেউ ইমামের খুতবা প্রদানের সময় অথবা ইমামের খুতবার উদ্দেশ্যে বের হওয়ার পরে মসজিদে আগমন করে তাহলে সে যেন দুই রাকআত সালাত আদায় করে।
كتاب الصلاة
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم وهو يخطب إذا جاء أحدكم والإمام يخطب أو قد خرج فليصل ركعتين ….. وليتجوز فيهما
তাহকীক: