ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১০১৭
নামাযের অধ্যায়
তাকবীরে তাশরীক
(১০১৭) তাবিয়ি আসওয়াদ বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা. আরাফার দিন (৯ই জিলহাজ্জ) ফজরের সালাত থেকে ঈদুল আযহার দিন (১০ই জিলহাজ্জ) আসরের সালাত পর্যন্ত তাকবীর বলতেন। তিনি বলতেন, 'আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই । এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর জন্যই প্রশংসা'।
كتاب الصلاة
عن الأسود قال: كان عبد الله يكبر من صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من يوم النحر يقول: الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد
তাহকীক:
হাদীস নং: ১০১৮
নামাযের অধ্যায়
তাকবীরে তাশরীক
(১০১৮) আলী রা. থেকে বর্ণিত, তিনি আরাফার দিনের (৯ই জিলহাজ্জ) ফজর পর থেকে তাশরীকের শেষ দিনের (১৩ই জিলহাজ্জ) আসরের সালাত পর্যন্ত তাকবীর বলতেন। এবং তিনি আসরের পরে তাকবীর বলতেন ।
كتاب الصلاة
عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق ويكبر بعد العصر
তাহকীক: