ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১০২২
নামাযের অধ্যায়
সালাতুল কুসুফের কুরআন পাঠ কীরূপ হবে
(১০২২) সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে কুসুফের (সূর্যগ্রহণের) মধ্যে সালাত আদায় করেন। আমরা তাঁর কোনো শব্দ শুনতে পাই নি।
كتاب الصلاة
عن سمرة بن جندب رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم في كسوف فلم نسمع له صوتا
তাহকীক:
হাদীস নং: ১০২৩
নামাযের অধ্যায়
সালাতুল কুসুফের কুরআন পাঠ কীরূপ হবে
(১০২৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল খুসুফের মধ্যে সশব্দে কুরআন পাঠ করেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها: جهر النبي صلى الله عليه وسلم في صلاة الخسوف بقراءته
তাহকীক: