ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০৪৮
নামাযের অধ্যায়
অসুস্থ ব্যক্তি দাঁড়াতে অক্ষম হলে বসে, শুয়ে, ইশারায় বা চারজানু হয়ে বসে সালাত আদায় করবে
(১০৪৮) ইমরান ইবন হুসাইন রা. বলেন, আমি অর্শরোগে আক্রান্ত ছিলাম । এজন্য আমি রাসূলুল্লাহ (ﷺ) কে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বলেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে। যদি না পার তাহলে বসে সালাত আদায় করবে। যদি না পার তাহলে শুয়ে সালাত আদায করবে।
كتاب الصلاة
عن عمران بن حصين رضي الله عنه قال: كانت بي بواسير فسألت النبي صلى الله عليه وسلم عن الصلاة فقال: صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب
হাদীস নং: ১০৪৯
নামাযের অধ্যায়
অসুস্থ ব্যক্তি দাঁড়াতে অক্ষম হলে বসে, শুয়ে, ইশারায় বা চারজানু হয়ে বসে সালাত আদায় করবে
(১০৪৯) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, যদি অসুস্থ ব্যক্তি সাজদা করতে অক্ষম হয় তাহলে সে তার মাথা দিয়ে ইশারা করবে। সে কোনো কিছু কপালে উঠাবে না।
كتاب الصلاة
عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوفاً: إذا لم يستطع المريض السجود أوماً برأسه إيماء ولم يرفع إلى جبهته شيئا
হাদীস নং: ১০৫০
নামাযের অধ্যায়
অসুস্থ ব্যক্তি দাঁড়াতে অক্ষম হলে বসে, শুয়ে, ইশারায় বা চারজানু হয়ে বসে সালাত আদায় করবে
(১০৫০) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক অসুস্থ সাহাবিকে দেখতে যান। তখন ওই ব্যক্তি অসুস্থতার কারণে সালাতের মধ্যে একটি বালিশের উপর সাজদা করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বালিশটি ফেলে দেন এবং বলেন, তুমি যদি সক্ষম হও তাহলে মাটির উপর সালাত আদায় করবে। তা নাহলে তুমি ইশারায় সালাত আদায় করবে। তোমার সাজদাকে তোমার রুকুর চেয়ে একটি বেশী নিচু করবে।
كتاب الصلاة
عن جابر بن عبد الله رضي الله عنه مرفوعا في صلاة المريض المؤمن يصلي على وسادة: صل على الأرض إن استطعت وإلا فأوم إيماء واجعل سجودك أخفض من ركوعك
হাদীস নং: ১০৫১
নামাযের অধ্যায়
অসুস্থ ব্যক্তি দাঁড়াতে অক্ষম হলে বসে, শুয়ে, ইশারায় বা চারজানু হয়ে বসে সালাত আদায় করবে
(১০৫১) আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে চারজানু হয়ে বসে সালাত আদায় করতে দেখেছি।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: رأيت النبي صلى الله عليه وسلم يصلي متربعا
হাদীস নং: ১০৫২
নামাযের অধ্যায়
অসুস্থ ব্যক্তি দাঁড়াতে অক্ষম হলে বসে, শুয়ে, ইশারায় বা চারজানু হয়ে বসে সালাত আদায় করবে
(১০৫২) আব্দুল্লাহ ইবন উমার রা.র পুত্র আব্দুল্লাহ বলেন, আমি দেখতাম যে, আব্দুল্লাহ ইবন উমার সালাতের মধ্যে বসলে চারজানু হয়ে বা আসন গেড়ে বসতেন। তখন আমিও অনুরূপ বসি। আমার বয়স সে সময় কম ছিল । তখন আব্দুল্লাহ ইবন উমার রা. আমাকে নিষেধ করেন এবং বলেন, সালাতের সুন্নত হল যে, তুমি তোমার ডানপা খাড়া রাখবে এবং বামপা বিছিয়ে দেবে। আমি বললাম, আপনি তো এরূপ করেন (চারজানু হয়ে বসেন) তখন তিনি বলেন, আমার দুইপা আমার ভার সহ্য করতে পারে না।
كتاب الصلاة
عن عبد الله بن عبد الله بن عمر رضي الله عنهما أنه كان يرى عبد الله بن عمر رضي الله عنهما يتربع في الصلاة إذا جلس ففعلته وأنا يومئذ حديث السن فنهاني عبد الله بن عمر وقال إنّما سنة الصلاة أن تنصب رجلك اليمنى وتثني اليسرى فقلت: إنك تفعل ذلك فقال إن رجلي لا تحملاني