ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১০৭০
নামাযের অধ্যায়
বিচ্ছু, সাপ ইত্যাদি দংশনের দুআ
(১০৭০) যাইদ ইবন আব্দুল্লাহ রা. বলেন, আমরা আমাদের মধ্যে** (জাহিলি যুগ থেকে) প্রচলিত একটি দংশন বা হুল ফোটানোর বিষ দূর করার মন্ত্র রাসূলুল্লাহ (ﷺ) কে শোনাই। তিনি তা ব্যবহারের অনুমতি প্রদান করেন এবং বলেন, এগুলো (অনিষ্টকর প্রাণিদের (Vermin ) থেকে সুলাইমান আ. কর্তৃক গৃহীত) প্রতিজ্ঞা ও চুক্তি। মন্ত্রটি নিম্নরূপ: ‘বিসমিল্লাহ শাজ্জাতুন কারনিয়্যাতুন মিলহাতু বাহরিন কাফতা। (শব্দগুলো অনারব এবং অর্থ অজ্ঞাত)।
كتاب الصلاة
عن زيد بن عبد الله رضي الله عنه قال: عرضنا على رسول الله صلى الله عليه وسلم رقية من الحمة فأذن لنا وقال: إنما هي مواثيق والرقية: بسم الله شجة قرنية ملحة بحر قفطا
তাহকীক:
হাদীস নং: ১০৭১
নামাযের অধ্যায়
বিচ্ছু, সাপ ইত্যাদি দংশনের দুআ
(১০৭১) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতে রত ছিলেন, এমতাবস্থায় একটি বিছা তাঁকে কামড় দেয়। তিনি সালাত সমাপ্ত করার পরে পানি এবং লবণ চেয়ে নিয়ে ক্ষতের উপর মুছতে থাকেন এবং সূরা কাফিরুন, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতে থাকেন।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: لدغت النبي صلى الله عليه وسلم عقرب وهو يصلي فلما فرغ... دعا بماء وملح فجعل يمسح عليها ويقرأ: قل يا أيها الكافرون وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس
তাহকীক:
হাদীস নং: ১০৭২
নামাযের অধ্যায়
বিচ্ছু, সাপ ইত্যাদি দংশনের দুআ
(১০৭২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কয়েকজন সঙ্গী সফরে ছিলেন। চলার পথে এক আরবীয় বসতিতে তারা মেহমান হতে চান । তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জানায় এবং বলে, তোমাদের মধ্যে কি কোনো ঝাড়ফুঁকে পারদর্শী আছে? আমাদের মহল্লার নেতা দংশিত বা রোগাক্রান্ত । তখন সাহাবিগণের মধ্য থেকে একব্যক্তি বলেন, হ্যাঁ । তখন তিনি সেখানে গমন করে ওই ব্যক্তিকে সূরা ফাতিহা পাঠ করে ফুঁ দেন। ফলে লোকটি সুস্থ হয়ে যায়।...
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه أن ناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم كانوا في سفر فمروا بحي من أحياء العرب فاستضافوهم فلم يضيفوهم فقالوا لهم هل فيكم راق؟ فإن سيد الحي لديغ أو مصاب فقال رجل منهم نعم فأتاه فرقاه بفاتحة الكتاب فبراً الرجل
তাহকীক: