ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৪১
নামাযের অধ্যায়
পায়ে হেঁটে শবাধারের অনুসরণ করা
(১১৪১) জাবির ইবন সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু দাহদাহর শবাধারের অনুসরণ করেন হেঁটে হেঁটে এবং ফিরে আসেন ঘোড়ায় আরোহণ করে ।
كتاب الصلاة
عن جابر بن سمرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلّم إتبع جنازة أبي الدحداح ماشيا ورجع على فرس
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১৪২
নামাযের অধ্যায়
পায়ে হেঁটে শবাধারের অনুসরণ করা
(১১৪২) সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি শবাধারের সাথে ছিলেন । তখন তাঁকে একটি বাহন এনে দেওয়া হয়। তিনি আরোহণ করতে অস্বীকৃতি জানান । যখন মৃতকে কবরস্থ করা শেষ করে তিনি ফিরলেন, তখন তাঁকে একটি বাহন এনে দেওয়া হল। তখন তিনি বাহনে আরোহণ করেন।
كتاب الصلاة
عن ثوبان رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أتي بدابة وهو مع الجنازة فأبى أن يركبها فلما انصرف أتي بدابة فركب
tahqiq

তাহকীক: