ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১১৪৮
নামাযের অধ্যায়
রাতে কবর দেওয়া এবং মৃতকে কিবলার দিক থেকে কবরে ঢোকানো
(১১৪৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি কবরে রাত্রিকালে প্রবেশ করেন। তখন তাঁর জন্য একটি প্রদীপ জ্বালানো হয় । তখন তিনি তাকে কিবলার দিক থেকে গ্রহণ করেন এবং বলেন, 'আল্লাহ তোমাকে রহমত করুন, তুমি আল্লাহর বেশী বেশী ইবাদতকারী ক্রন্দনকারী, বেশী বেশী কুরআন তিলাওয়াতকারী ছিলে'। এবং তিনি তার উপরে চারবার তাকবীর বলেন ।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم دخل قبرا ليلا فأسرج له سراج فأخذه من قبل القبلة وقال رحمك الله إن كنت لأواها تلاء للقرآن وكبر عليه أربعا
তাহকীক:
হাদীস নং: ১১৪৯
নামাযের অধ্যায়
রাতে কবর দেওয়া এবং মৃতকে কিবলার দিক থেকে কবরে ঢোকানো
(১১৪৯) আলী রা. থেকে বর্ণিত, তিনি ইয়াযীদ ইবনুল মুকাফ্ফাফকে কিবলার দিক থেকে কবরে প্রবেশ করান।
كتاب الصلاة
عن علي رضي الله عنه أنه أدخل يزيد بن المكفف من قبل القبلة
তাহকীক:
হাদীস নং: ১১৫০
নামাযের অধ্যায়
রাতে কবর দেওয়া এবং মৃতকে কিবলার দিক থেকে কবরে ঢোকানো
(১১৫০) তাবিয়ি আবু ইসহাক (১২৯ হি.) বলেন, আমি হারিস ইবন আব্দুল্লাহর জানাযায়১ উপস্থিত ছিলাম। তখন তারা তার কবরের উপরে একটি কাপড় টেনে দেন। তখন (কুফার গভর্নর) আব্দুল্লাহ ইবন ইয়াযীদ রা. কাপড়টি টেনে সরিয়ে দেন এবং বলেন, এ তো পুরুষ মানুষ।
كتاب الصلاة
عن أبي إسحاق قال: شهدت جنازة الحارث فمدوا على قبره ثوبا فجبذه عبد الله بن يزيد قال: إنما هو رجل
তাহকীক: