ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৬৭
নামাযের অধ্যায়
মৃতের ভালো দিকগুলো উল্লেখ করা এবং খারাপ দিক থেকে চুপ থাকা
(১১৬৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মৃতদেরকে গালি দিবে না; কারণ তারা যে কর্ম করেছিল সেগুলোর কাছে তারা পৌঁছে গিয়েছে ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১৬৮
নামাযের অধ্যায়
মৃতের ভালো দিকগুলো উল্লেখ করা এবং খারাপ দিক থেকে চুপ থাকা
(১১৬৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃতদের ভালো বিষয়গুলো উল্লেখ করবে এবং খারাপ বিষয়গুলো থেকে বিরত থাকবে।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: أذكروا محاسن موتاكم وكفوا عن مساويهم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১৬৯
নামাযের অধ্যায়
মৃতের ভালো দিকগুলো উল্লেখ করা এবং খারাপ দিক থেকে চুপ থাকা
(১১৬৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মৃতের হাড়ভাঙ্গা জীবিতের হাড়ভাঙ্গার মতোই।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: كسر عظم الميت ككسره حيا …. في الإثم
tahqiq

তাহকীক: