ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১২১২
যাকাতের অধ্যায়
ব্যবসায়ের পণ্যের যাকাত
(১২১২) সামুরা ইবন জুনদুব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিতেন, বিক্রয়ের জন্য যা প্রস্তুত করা হয় তা থেকে যাকাত আদায় করতে।
كتاب الزكاة
عن سمرة بن جندب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يأمرنا أن نخرج الصدقة من الذي نعد للبيع.
তাহকীক:
হাদীস নং: ১২১৩
যাকাতের অধ্যায়
ব্যবসায়ের পণ্যের যাকাত
(১২১৩) ইবন উমার রা. বলেন, ব্যবসায়ের দ্রব্য ছাড়া কোনো দ্রব্যে কোনো যাকাত নেই।
كتاب الزكاة
عن ابن عمر رضي الله عنهما: ليس في العروض زكاة إلا ما كان للتجارة
তাহকীক:
হাদীস নং: ১২১৪
যাকাতের অধ্যায়
ব্যবসায়ের পণ্যের যাকাত
(১২১৪) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, দাস, জীব জানোয়ার, কাপড় বা যে কোনো সম্পদ যা ব্যবসায়ের জন্য আবর্তিত হয়, তাতে প্রতি বছর যাকাত আবর্তিত হবে।
كتاب الزكاة
عن ابن عمر رضي الله عنهما أنه كان يقول: في كل مال يدار في عبيد أو دواب أو بز للتجارة تدار الزكاة فيه كل عام
তাহকীক: