ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১২১৮
যাকাতের অধ্যায়
বৃষ্টির পানিতে যা উৎপাদিত হবে তার উশর বা নিসফ উশর, কম হোক বা বেশী হোক
(১২১৮) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বৃষ্টির পানি, প্রবাহিত ঝর্ণার পানি বা মাটির স্বাভাবিক আর্দ্রতা থেকে (কোনো সেচ ব্যবস্থা ছাড়া) যে ফল বা ফসল উৎপাদিত হয়, সে ফল ও ফসলের একদশমাংশ (১০%) যাকাত হিসাবে প্রদান করতে হবে। আর সেচের মাধ্যমে যে ফল বা ফসল উৎপন্ন করা হয় তা থেকে একদশমাংশের অর্ধেক (২০ ভাগের একভাগ বা ৫%) যাকাত প্রদান করতে হবে।
كتاب الزكاة
عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: فيما سقت السماء والعيون أو كان عثريا العشر وما سقي بالنضح نصف العشر
তাহকীক:
হাদীস নং: ১২১৯
যাকাতের অধ্যায়
বৃষ্টির পানিতে যা উৎপাদিত হবে তার উশর বা নিসফ উশর, কম হোক বা বেশী হোক
(১২১৯) আবু মুসা রা. ও মুআয রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে ইয়ামানে প্রেরণ করেন। দীর্ঘ হাদীসের মধ্যে তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে বলেন, যব, গম, কিশমিশ ও খেজুর এই চার প্রকার ফল-ফসল ছাড়া আর কোনো ফসলের যাকাত গ্রহণ করবে না।
كتاب الزكاة
عن أبي موسى ومعاذ رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم بعثهما إلى اليمن فذكر الحديث وفيه مرفوعا: لا تأخذوا الصدقة إلا من هذه الأربعة: الشعير والحنطة والزبيب والتمر
তাহকীক:
হাদীস নং: ১২২০
যাকাতের অধ্যায়
বৃষ্টির পানিতে যা উৎপাদিত হবে তার উশর বা নিসফ উশর, কম হোক বা বেশী হোক
(১২২০) তাবিয়ি উমার ইবন আব্দুল আযীয বলেন, ভূমি যা কিছু উৎপন্ন করবে তা কম হোক বা বেশী হোক তার উশর প্রদান করতে হবে।
كتاب الزكاة
أن يؤخذ مما أنبتت الأرض من قليل، أو كثير العشر
তাহকীক: