ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ১২২৪
যাকাতের অধ্যায়
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কূপের ক্ষত-আঘাত ক্ষতিপূরণহীন। খনির ক্ষত-আঘাত ক্ষতিপূরণহীন । জীব জানোয়ারের ক্ষত-আঘাত ক্ষতিপূরণহীন । গুপ্তধন বা খনিজ সম্পদ বা মাটির নিচ থেকে প্রাপ্ত সম্পদের এক পঞ্চমাংশ (যাকাত হিসাবে) প্রদান করতে হবে ।
كتاب الزكاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: البئر جرحها جبار والمعدن جرحه جبار والعجماء جرحها جبار وفي الركاز الخمس
তাহকীক:
হাদীস নং: ১২২৫
যাকাতের অধ্যায়
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট স্বর্ণের একটি পিণ্ড আনয়ন করা হয়। এই পিণ্ডটিই ছিল আমাদের একটি খনি থেকে আসা প্রথম যাকাত।
كتاب الزكاة
عن ابن عمر رضي الله عنهما قال: أتي النبي صلى الله عليه وسلم بقطعة من ذهب كانت أول صدقة جاءته من معدن لنا
তাহকীক:
হাদীস নং: ১২২৬
যাকাতের অধ্যায়
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৬) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. থেকে বলেন, একব্যক্তি কিছু গুপ্তধন পায় । রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি যদি এই গুপ্তধন কোনো আবাসিক পল্লি বা গ্রামের মধ্যে অথবা কোনো ব্যবহৃত রাস্তার মধ্যে পেয়ে থাক তাহলে তুমি তা ঘোষণা করে দাও ও মালিকের খোঁজ করো। আর যদি তুমি তা জাহিলি যুগের কোনো পরিত্যাক্ত এলাকায় অথবা কোনো বসতিবিহীন গ্রামে বা অব্যবহৃত রাস্তায় পেয়ে থাক তাহলে তাতে এবং খনিজ সম্পদে এক পঞ্চমাংশ প্রদান করতে হবে।
كتاب الزكاة
عن عمرو بن شعيب عن أبيه عن جده عبد الله بن عمرو أنّ رسول الله صلى الله عليه وسلم قال في كنز وجده رجل: إن كنت وجدته في قرية مسكونة أو في سبيل ميتاء فعرفه وإن كنت وجدته في خربة جاهلية أو في قرية غير مسكونة أو غير سبيل ميتاء ففيه وفي الركاز الخمس
তাহকীক:
হাদীস নং: ১২২৭
যাকাতের অধ্যায়
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৭) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরিত্যাক্ত বা উজাড় স্থানে যা পাওয়া যাবে এবং খনি বা মাটির নিচ থেকে প্রাপ্ত সম্পদের একপঞ্চমাংশ প্রদান করতে হবে।
كتاب الزكاة
عن عبد الله بن عمرو ابن العاص رضي الله عنه مرفوعا: ما كان في الخراب يعني ففيها وفي الركاز الخمس
তাহকীক:
হাদীস নং: ১২২৮
যাকাতের অধ্যায়
খনিজদ্রব্য, গুপ্তধন বা মাটির নিচ থেকে উঠানো সম্পদের বিধান
(১২২৮) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হয়, হে আল্লাহর রাসূল, রিকায (মাটির অভ্যন্তরের সম্পদ) কী? তিনি বলেন, মহান আল্লাহ যমিন ও আসমানসমূহ সৃষ্টির সময় এসকল খনির অভ্যন্তরে যে সম্পদ সৃষ্টি করে রেখেছেন। এতে একপঞ্চমাংশ প্রদান করতে হবে।
كتاب الزكاة
عن أبي هريرة رضي الله عنه... قيل: يا رسول الله وما الركاز؟ قال: المال الذي خلقه الله تعالى في الأرض يوم خلق السماوات والأرض في هذه المعادن ففيها الخمس
তাহকীক: