ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৩৭
যাকাতের অধ্যায়
সচ্ছলের উপর সাদাকাতুল ফিতর (ফিতরা) ওয়াজিব এবং তা প্রদানের সময়
(১২৩৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যাকাতুল ফিতর (ফিতরা) ফরয (নির্ধারণ) করেছেন, যেন সিয়াম পালনকারী নিরর্থক এবং অশ্লীল কথা-কাজ (ইত্যাদি ছোটখাট অপরাধ) থেকে পবিত্রতা লাভ করে এবং দরিদ্র মানুষেরা যেন খাদ্য লাভ করে। যে ব্যক্তি সালাতুল ঈদের আগে তা আদায় করবে তার জন্য তা কবুলকৃত যাকাত বলে গণ্য হবে। আর যে ব্যক্তি সালাতুল ঈদের পরে তা আদায় করবে, তার জন্য তা একটি সাধারণ দান বলে গণ্য হবে ।
كتاب الزكاة
عن ابن عباس رضي الله عنه قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৩৮
যাকাতের অধ্যায়
সচ্ছলের উপর সাদাকাতুল ফিতর (ফিতরা) ওয়াজিব এবং তা প্রদানের সময়
(১২৩৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ধনাঢ্যতা বা সচ্ছলতার উপরে ছাড়া সাদকা নেই।
كتاب الزكاة
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا صدقة إلا عن ظهر غنى