ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৭০
রোযার অধ্যায়
রামাদানের সিয়াম পালনে উৎসাহ প্রদান
(১২৭০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রামাদান মাসের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে।
كتاب الصيام
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৭১
রোযার অধ্যায়
রামাদানের সিয়াম পালনে উৎসাহ প্রদান
(১২৭১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আদম সন্তানের সকল কর্মের ক্ষেত্রে নেক কর্মের প্রতিফল দশগুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। মহাপরাক্রান্ত মহিমাময় আল্লাহ বলেন, একমাত্র ব্যতিক্রম হল সিয়াম। সিয়াম একমাত্র আমারই জন্য এবং আমিই তার (অগণিত-অফুরন্ত) প্রতিদান প্রদান করব।
كتاب الصيام
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: كل عمل ابن آدم يضاعف الحسنة عشر أمثالها إلى سبعمائة ضعف قال الله عز وجل: إلا الصوم فإنه لي وأنا أجزي به