ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৩২০
রোযার অধ্যায়
মুসাফির, গর্ভবতী মহিলা ও দুগ্ধপোষ্য শিশুর মাতার জন্য সিয়াম ভঙ্গ করার অনুমতি
(১৩২০) আনাস ইবন মালিক কা'বি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মহিমাময় আল্লাহ মুসাফির এবং দুগ্ধপোষ্য শিশুর মাতা বা গর্ভবতী মহিলার উপর থেকে সালাতের অর্ধেক এবং সিয়াম নামিয়ে দিয়েছেন।
كتاب الصيام
عن أنس بن مالك الكعبي رضي الله عنه مرفوعا: إن الله تعالى وضع شطر الصلاة أو نصف الصلاة والصوم عن المسافر وعن المرضع أو الجبلي
তাহকীক: