ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৩৫৫
রোযার অধ্যায়
কেউ লাইলাতুল কদর পেলে সে কী বলবে
(১৩৫৫) আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কী বলে দুআ করব? তিনি বলেন, তুমি বলবে, 'হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন । অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন'।
كتاب الصيام
عن عائشة رضي الله عنها قالت: يا رسول الله إن وافقت ليلة القدر فبم أدعو؟ قال قولي: اللهم إنك عفو تحب العفو فاعف عني
তাহকীক: