ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৮৪
হজ্ব - উমরার অধ্যায়
কে তামাত্তুকারী বলে গণ্য হবেন
(১৪৮৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, কোনো ব্যক্তি যদি হজ্জের মাসগুলোর** আগে উমরা পালন করেন এবং এরপর মক্কায় অবস্থান করে (হজ্জ মৌসুমে) হজ্জ পালন করেন, অথবা উমরা পালন শেষে নিজ পরিবারে ফিরে আসেন এবং পরে (হজ্জ মৌসুমে) হজ্জ পালন করেন, সেই ব্যক্তি ‘তামাত্তু' পালনকারী বলে গণ্য হবেন না। অনুরূপভাবে যদি কেউ হজ্জের মাসগুলোর মধ্যে উমরাহ পালন করার পরে নিজ পরিজনের কাছে (নিজ বাড়িতে) ফিরে আসেন অতঃপর (পুনরায় মক্কায় গমন করে) হজ্জ পালন করেন, তিনিও তামাত্তুকারী বলে গণ্য হবেন না। যদি কেউ হজ্জের মাসগুলোর মধ্যে উমরাহ পালন করেন এবং এরপর হজ্জ পর্যন্ত মক্কায় অবস্থান করে হজ্জ আদায় করেন তাহলে সেই ব্যক্তি তামাত্তু পালনকারী বলে গণ্য হবে।
كتاب الحج
عن إبراهيم في الرجل إذا أهل بالعمرة في غير أشهر الحج ثم أقام حتى يحج أو رجع إلى أهله ثم حج فليس بمتمتع. وإذا أهل بالعمرة في أشهر الحج ثم رجع إلى أهله ثم حج فليس بمتمتع. وإذا اعتمر في أشهر الحج ثم أقام حتى يحج فهو متمتع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮৫
হজ্ব - উমরার অধ্যায়
কে তামাত্তুকারী বলে গণ্য হবেন
(১৪৮৫) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, যদি কেউ হজ্জের মাসগুলোর মধ্যে উমরাহ পালন করে এবং এরপর মক্কায় অবস্থান করতে করতে হজ্জের সময় এসে যায়, সে যদি হজ্জ করে তাহলে তামাত্তু পালনকারী বলে গণ্য হবে।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما من اعتمر في أشهر الحج ... ثم أقام بمكة حتى يدركه الحج فهو متمتع إن حج
tahqiq

তাহকীক: