ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৯২
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জের একটি কর্মকে আরেকটি কর্মের আগে আদায় করার বিধান
(১৪৯২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে (১০ই যিলহজ্জ হজ্জের কর্মকাণ্ড) জবাই করা, মাথা মুণ্ডানো, কঙ্কর নিক্ষেপ করা এবং (এ সকল বিষয়ে) আগে-পিছে করা সম্পর্কে প্রশ্ন করা হয়। তখন তিনি উত্তরে বলেন, কোনো অসুবিধা নেই।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قيل له في الذبح والحلق والرمي والتقديم والتأخير فقال لا حرج
হাদীস নং: ১৪৯৩
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জের একটি কর্মকে আরেকটি কর্মের আগে আদায় করার বিধান
(১৪৯৩) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কেউ তার হজ্জের কোনো কর্মকাণ্ড ভুলে যায় বা পরিত্যাগ করে তাহলে সে যেন (ক্ষতিপূরণ হিসেবে) পশু জবাই করে।
كتاب الحج
عن عبد الله بن عباس رضي الله عنهما قال: من نسي من نسكه شيئا أو تركه فليهرق دما
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৯৪
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জের একটি কর্মকে আরেকটি কর্মের আগে আদায় করার বিধান
(১৪৯৪) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কেউ তার হজ্জের কোনো কর্ম আগে করে বা পিছে করে তাহলে সে যেন সে কারণে পশু জবাই করে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما من قدم شيئاً من حجه أو أخره فليهرق لذلك دما