ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৫০১
 হজ্ব - উমরার অধ্যায়
হায়েনা শিকারযোগ্য পশু এবং এর জন্য ভেড়া ফিদইয়া দিতে হবে
(১৫০১) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে হায়েনা সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, হায়েনাও শিকারযোগ্য পশু এবং যদি কোনো ইহরামরত ব্যক্তি হায়েনা শিকার করে তাহলে তাকে ক্ষতিপূরণ বা ফিদইয়া হিসাবে একটি ভেড়া প্রদান করতে হবে।
كتاب الحج
عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم سئل عن الضبع فقال هي من الصيد وجعل فيها إذا أصابه (صاده) المحرم كبشاً
তাহকীক: