ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৫২০
 হজ্ব - উমরার অধ্যায়
যে ব্যক্তি নিজের হজ্জ পালন করেন নি তার জন্য বদলি হজ্জ পালনের বিধান
(১৫২০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শুনেন যে, একব্যক্তি বলছে, ‘শুবরুমা'র পক্ষ থেকে লাব্বাইকা। তিনি বলেন, শুবরুমা কে? লোকটি বলে, আমার একভাই বা আমার এক আত্মীয়। তিনি বলেন, তুমি নিজের পক্ষ থেকে হজ্জ করেছ? লোকটি বলেন, না। তিনি বলেন, তুমি নিজের পক্ষ থেকে হজ্জ করো, অতঃপর শুবরুমার পক্ষ থেকে হজ্জ করো।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم سمع رجلا يقول لبيك عن شبرمة قال من شبرمة؟ قال أخ لي أو قريب لي قال حججت عن نفسك؟ قال لا قال حج عن نفسك ثم حج عن شبرمة
তাহকীক: