ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৫৫৪
বিবাহ-শাদীর অধ্যায়
ধাৰ্মিকা পাত্রী পছন্দ করা
(১৫৫৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজন মেয়েকে চারটি বিষয়ের পরিপ্রেক্ষিতে বিবাহ করা হয়। তার সম্পদের কারণে, তার বংশমর্যাদার কারণে, তার সৌন্দর্যের কারণে এবং তার ধার্মিকতার কারণে। তুমি ধার্মিক মেয়েকে বেছে নিয়ে সফলতা অর্জন করো, তোমার হাত ধূলিময় হউক।
كتاب النكاح
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك
তাহকীক: