ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬১৬
বিবাহ-শাদীর অধ্যায়
ইসলাম গ্রহণকারীর বিবাহ
(১৬১৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যা যাইনাব রা.কে তার জামাতা আবুল আস ইবনুর রাবী' রা.র নিকট ছয়বছর পরে ফিরিয়ে দেন প্রথম বিবাহের ভিত্তিতেই। তিনি নতুন করে বিবাহ দেন নি।
كتاب النكاح
عن ابن عباس رضي الله عنهما قال: رد النبي صلى الله عليه وسلم ابنته زينب على أبي العاص بن الربيع بالنكاح الأول ولم يحدث نكاحا
হাদীস নং: ১৬১৭
বিবাহ-শাদীর অধ্যায়
ইসলাম গ্রহণকারীর বিবাহ
(১৬১৭) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যা যাইনাব রা.কে তার জামাতা আবুল আস ইবনুর রাবী রা.র নিকট ফিরিয়ে দেন নতুন মোহর ও নতুন বিবাহের মাধ্যমে ।
كتاب النكاح
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم رد ابنته زينب على أبي العاص بن الربيع بمهر جديد ونكاح جديد