ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৬২০
বিবাহ-শাদীর অধ্যায়
স্ত্রীগণের মধ্যে ইনসাফ না করার পাপ
(১৬২০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তির দুইটি স্ত্রী থাকে এবং সে একজনকে বাদ দিয়ে অন্যজনের প্রতি অধিকতর ঝুঁকে পড়ে তাহলে সে তার দেহের একটি পার্শ্ব পতিত বা পঙ্গু অবস্থায় কিয়ামতের দিন উত্থিত হবে।
كتاب النكاح
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من كانت له امرأتان يميل مع إحداهما على الأخرى جاء يوم القيامة وأحد شقيه ساقط
তাহকীক: