ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬২৩
বিবাহ-শাদীর অধ্যায়
ভ্রমণকালীন সঙ্গী নির্বাচনের জন্য স্ত্রীগণের মধ্যে লটারি করা
(১৬২৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সফরের বা ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করতেন তখন তিনি (তাঁর সঙ্গে কোন স্ত্রী গমন করবেন তা নির্ধারণ করতে) স্ত্রীগণের মধ্যে লটারি করতেন।
كتاب النكاح
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد سفرا أقرع بين نسائه
tahqiq

তাহকীক: