ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬২৮
বিবাহ-শাদীর অধ্যায়
স্বামীর আনুগত্যের ফযীলত ও স্বামীর অধিকারের বর্ণনা
(১৬২৮) আব্দুর রহমান ইবন আউফ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রামাদান মাসের সিয়াম পালন করেন, নিজের ইজ্জত আব্রু সংরক্ষণ করেন এবং নিজ স্বামীর আনুগত্য করেন তাহলে তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো'।
كتاب النكاح
عن عبد الرحمن بن عوف رضي الله عنه مرفوعا: إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها: أدخلي الجنة من أي أبواب الجنة شئت
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬২৯
বিবাহ-শাদীর অধ্যায়
স্বামীর আনুগত্যের ফযীলত ও স্বামীর অধিকারের বর্ণনা
(১৬২৯) কাইস ইবন সা'দ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি যদি কাউকে কারো জন্য সাজদা করার নির্দেশ দিতাম তাহলে আল্লাহ স্ত্রীগণের উপরে স্বামীগণের যে অধিকার দিয়েছেন সেদিকে তাকিয়ে আমি স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীগণকে সাজদা করতে।
كتاب النكاح
عن قيس بن سعد رضي الله عنه مرفوعا: لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت النساء أن يسجدن لأزواجهن لما جعل الله لهم عليهن من حق