ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৬৩১
বিবাহ-শাদীর অধ্যায়
স্বামী সফর থেকে রাত্রে ফিরলে রাত্রিতে পরিবারের নিকট গমন না করা
(১৬৩১) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, যদি তোমাদের কেউ দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরে প্রত্যাবর্তন করে তাহলে যেন সে রাত্রিতে তার পরিবারকে জাগ্রত না করে।
كتاب النكاح
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: إذا أطال أحدكم الغيبة فلا يطرق أهله ليلا
তাহকীক: