ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৬৩৫
বিবাহ-শাদীর অধ্যায়
মিলনের আদব
(১৬৩৫) আনাস রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথারূপে বর্ণিত, গাধা যেমন স্ত্রী-গমন করে সেরূপভাবে তোমাদের কেউ যেন স্ত্রীর সাথে মিলিত না হয় যেন তাদের উভয়ের মধ্যে দূত থাকে। তারা বলেন, দূত কী? তিনি বলেন, চুম্বন ও সোহাগ-মূলক কথা।
كتاب النكاح
عن أنس رضي الله عنه مرفوعا قال: لا يقعن أحدكم على أهله كما يقع الحمار وليكن بينهما رسول، قالوا: وما الرسول؟ قال: القبلة والكلام اللين
তাহকীক:
হাদীস নং: ১৬৩৬
বিবাহ-শাদীর অধ্যায়
মিলনের আদব
(১৬৩৬) আব্দুল্লাহ রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথারূপে বর্ণিত, তোমাদের কেউ যখন স্ত্রীগমন করে তখন যেন সে আড়াল করে। সে যেন গাধার মতো উন্মুক্ত না হয়।
كتاب النكاح
عن عبد الله رضي الله عنه مرفوعا: إذا أتى أحدكم أهله فليستتر ولا يتجرد تجرد العير
তাহকীক: