ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৩৮
বিবাহ-শাদীর অধ্যায়
'আয্ল'
(১৬৩৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমরা 'আয্ল' করতাম (সন্তানের জন্ম রোধের জন্য মিলনের সময় স্ত্রীঅঙ্গের মধ্যে বীর্যপাত থেকে বিরত থাকাকে আল বলা হয়)। বিষয়টি তিনি অবগত হন। কিন্তু তিনি আমাদেরকে তা থেকে নিষেধ করেন নি।
كتاب النكاح
عن جابر رضي الله عنه قال: كنا نعزل على عهد رسول الله صلى الله عليه وسلم فبلغ ذلك نبي الله صلى الله عليه وسلم فلم ينهنا عنه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৩৯
বিবাহ-শাদীর অধ্যায়
'আয্ল'
(১৬৩৯) জুদামাহ বিনতু ওয়াব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'আয্ল' সম্পর্কে বলেন, এ হল গোপন কবর দান।
كتاب النكاح
عن جدامة بنت وهب رضي الله عنها عن العزل] مرفوعا: ذلك الوأد الخفي
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৪০
বিবাহ-শাদীর অধ্যায়
'আয্ল'
(১৬৪০) উমার ইবন খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বাধীন স্ত্রীর সাথে মিলনের সময় স্ত্রীর অনুমতি ছাড়া 'আয্ল' করতে নিষেধ করেছেন।
كتاب النكاح
عن عمر بن الخطاب رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم أن يعزل عن الحرة إلا بإذنها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৪১
বিবাহ-শাদীর অধ্যায়
'আয্ল'
(১৬৪১) জাবির রা. বলেন, একব্যক্তি তার ক্রীতদাসী স্ত্রীর সাথে মিলনে আযল করার বিষয়ে প্রশ্ন করলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি ইচ্ছা করলে তার সাথে আযল করতে পার।
كتاب النكاح
عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لمولى أمة حين سأل عن العزل: إغزل عنها إن شئت
tahqiq

তাহকীক: