ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৬৪৩
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের মধ্যে কম বা বেশী দুধ পান করলে বিবাহ হারাম হবে
(১৬৪৩) আব্দুল্লাহ ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, দুই বছরের মধ্যে শিশু যে দুধ পান করে, তা যদি এক চুমুকও হয় তাহলেও তা দুধ-সম্পর্ক সৃষ্টি করে বিবাহ হারাম করে। (অর্থাৎ দুইবছর বয়সের সময়কালের মধ্যে শিশু যদি কোনো মহিলার বুকের দুধ এক চুমুকও পান করে তবে সেই মহিলা তার দুধ-মা বলে গণ্য হবেন এবং সেই মহিলা ও তার বংশধরদের সাথে দুধ-সম্পর্কে বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত হবে)।
كتاب النكاح
عن عبد الله بن عباس رضي الله عنهما أنه كان يقول: ما كان في الحولين وإن كان مصة واحدة فهو يحرم
তাহকীক:
হাদীস নং: ১৬৪৪
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের মধ্যে কম বা বেশী দুধ পান করলে বিবাহ হারাম হবে
(১৬৪৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, আলী রা. ও ইবন মাসউদ রা. বলেন, অল্প বা বেশী যে কোনো পরিমাণ দুধ পান করলেই বিবাহ নিষিদ্ধ হবে।
كتاب النكاح
عن النخعي أن عليا وابن مسعود رضي الله عنهما قالا: يحرم من الرضاع قليله وكثيره
তাহকীক:
হাদীস নং: ১৬৪৫
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের মধ্যে কম বা বেশী দুধ পান করলে বিবাহ হারাম হবে
(১৬৪৫) তাবিয়ি আমর ইবন দীনার বলেন, একব্যক্তি আব্দুল্লাহ ইবন উমার রা.র নিকট আগমন করে বলেন, আব্দুল্লাহ ইবন যুবাইর রা. মনে করেন যে, এক চুমুক বা দুই চুমুক দুধপান করলে বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত হবে না । তখন ইবন উমার রা. বলেন, আল্লাহ ও তাঁর রাসূলের ফয়সালা ইবন যুবাইরের ফয়সালার চেয়ে উত্তম। দুধপান অল্প হোক আর বেশী হোক উভয় ক্ষেত্রেই তার হুকুম একই।
كتاب النكاح
عن عمرو بن دينار قال: جاء رجل إلى ابن عمر رضي الله عنهما فقال: إن ابن الزبير يزعم أنه لا يحرم من الرضاعة المصة والمصتان فقال ابن عمر: قضاء الله ورسوله خير من قضاء ابن الزبير. قليل الرضاع وكثيره سواء
তাহকীক: