ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৮১
তালাক - ডিভোর্স অধ্যায়
তিন তালাক না হলে স্ত্রীকে পুনর্গ্রহণ করা যাবে
(১৬৮১) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি তার স্ত্রীকে এক তালাক প্রদান করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে নির্দেশ দেন স্ত্রীকে ফিরিয়ে নিতে।
كتاب الطلاق
عن ابن عمر رضي الله عنهما أنه طلق امرأة له تطليقة واحدة فأمره رسول الله صلى الله عليه وسلم أن يراجعها
tahqiq

তাহকীক: