ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৮৭
তালাক - ডিভোর্স অধ্যায়
‘খোলা' প্রাপ্তা স্ত্রীর ইদ্দত তালাক প্রাপ্তা স্ত্রীর ইদ্দতের মতোই
(১৬৮৭) ইবন উমার রা. বলেন, খোলাপ্রাপ্তা স্ত্রীর ইদ্দত তালাকপ্রাপ্তা স্ত্রীর ইদ্দতের মতোই।
كتاب الطلاق
عن ابن عمر رضي الله عنهما أنه قال: عدة المختلعة عدة المطلقة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮৮
তালাক - ডিভোর্স অধ্যায়
‘খোলা' প্রাপ্তা স্ত্রীর ইদ্দত তালাক প্রাপ্তা স্ত্রীর ইদ্দতের মতোই
(১৬৮৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে সাবিত ইবন কাইসের স্ত্রী তার স্বামীর নিকট থেকে (অর্থের বিনিময়ে) 'খোলা' (বিবাহ বিচ্ছেদ) গ্রহণ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে এক ঋতুস্রাব পরিমাণ ইদ্দত পালনের নির্দেশ দেন।
كتاب الطلاق
عن ابن عباس رضي الله عنهما أن امرأة ثابت بن قيس اختلعت من زوجها على عهد النبي صلى الله عليه وسلم فأمرها النبي صلى الله عليه وسلم أن تعتد بحيضة