ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭১৬
তালাক - ডিভোর্স অধ্যায়
ইদ্দতকালে বিশেষ ওযর বা অসুবিধার জন্য স্বামীগৃহ পরিত্যাগ
(১৭১৬) ফাতিমা বিনতু কাইস রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার স্বামী আমাকে তিন তালাক প্রদান করেছে (ইদ্দতকালে আমি তার গৃহে অবস্থান করছি)। আমি ভয় পাই যে, সে জোর করে আমার নিকট প্রবেশ করবে । তখন রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশে তিনি স্বামীগৃহ পরিত্যাগ করেন ।
كتاب الطلاق
عن فاطمة بنت قيس رضي الله عنها قالت: قلت يا رسول الله زوجي طلقني ثلاثا وأخاف أن يقتحم علي قال فأمرها فتحولت
tahqiq

তাহকীক: