ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৭৩২
তালাক - ডিভোর্স অধ্যায়
বিধবার জন্য আলাদা খরচপত্রের ব্যবস্থা নেই
(১৭৩২) জাবির রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিধবার বিষয়ে বলেছেন, তার জন্য কোনো খরচপত্র নেই। (বিধবা মৃত স্বামীর উত্তরাধিকারী হিসাবে সম্পতির মালিকানা পেয়ে যায়; কাজেই তার জন্য পৃথক কোনো খরচ প্রদানের ব্যবস্থা নেই) ।
كتاب الطلاق
عن جابر رضي الله عنه مرفوعا في الحامل المتوفى عنها: لا نفقة لها
তাহকীক: