ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৯. দাসমুক্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৭৪৪
দাসমুক্তির অধ্যায়
যে দাস 'মৃত্যুর পরে আযাদ হবে' বলে মালিক বলেছেন তাকে বিক্রয় করা বা দান করা যাবে না বা উত্তরাধিকারের ভিত্তিতে কেউ তার মালিক হবে না । ওসিয়্যতের একতৃতীয়াংশের মধ্যে সে আযাদ হয়ে যাবে
(১৭৪৪) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, 'মুদাব্বার' (মৃত্যুত্তোর আযাদ করার জন্য নির্ধারিত) দাসকে বিক্রয় করা যাবে না বা দান করা যাবে না । মালিকের মৃত্যুর পরে ওসিয়্যতের জন্য নির্ধারিত একতৃতীয়াংশ সম্পদের মধ্য থেকে সে আযাদ হয়ে যাবে ।
كتاب العتق
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: المدبر لا يباع ولا يوهب وهو حر من الثلث
তাহকীক: