ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১০. শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৬৩
শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের কাফফারা কখন প্রদান করতে হবে
(১৭৬৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কেউ কোনো প্রতিজ্ঞার শপথ করে, এরপর দেখে যে শপথের ব্যতিক্রম বলেছেন, যদি বিষয়টিই শপথকৃত বিষয়ের চেয়ে উত্তম তাহলে সে যেন (শপথ ভঙ্গ করে) উত্তম বিষয়টি পালন করে এবং শপথের জন্য কাফফারা প্রদান করে ।
كتاب الأيمان والنذور
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من حلف على يمين فرأى غيرها خيرا منها فليأتها وليكفر عن يمينه
হাদীস নং: ১৭৬৪
শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের কাফফারা কখন প্রদান করতে হবে
(১৭৬৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো শপথ করে, এরপর দেখে যে, শপথের ব্যতিক্রমই তার জন্য উত্তম তাহলে সে যেন ব্যতিক্রম কর্ম করে অতঃপর শপথ ভঙ্গের কাফফারা প্রদান করে ।
كتاب الأيمان والنذور
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من حلف على يمين فرأى خيرا منها فليأته ثم ليكفر