ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৭৬
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৭৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ন্যায়পরায়ণ শাসকের একটি দিন ষাট বছরের ইবাদতের চেয়েও উত্তম। আইনের শাসনের মাধ্যমে সঠিকভাবে একটি শাস্তি প্রতিষ্ঠিত হওয়া পৃথিবীর জন্য চল্লিশ দিনের বৃষ্টির চেয়ে উৎকৃষ্ট ও পবিত্রতর।
كتاب الحدود
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: يوم من إمام عادل أفضل من عبادة ستين سنة وحد يقام في الأرض بحقه أزكى فيها من مطر أربعين صباحا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭৭৭
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৭৭) তাবিয়ি আব্দুল্লাহ ইবন মুহাইরীয (৯৯ হি.) বলেন, শাস্তি প্রদান, যুদ্ধলব্ধ সম্পত্তির বণ্টন, যাকাত সংগ্রহ ও বণ্টন এবং জুমুআর সালাত প্রতিষ্ঠা- সবগুলোর দায়িত্ব শাসক বা প্রশাসনের উপর ন্যস্ত**
كتاب الحدود
عن ابن محيريز أنه قال: الحدود والفيء والزكاة والجمعة إلى السلطان
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭৭৮
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৭৮) রাসূলুল্লাহ (ﷺ) এর একজন সাহাবি থেকে বর্ণিত, তিনি বলেন, যাকাত, বিচার-শাস্তি, যুদ্ধলব্ধ ভূমি-সম্পদ ও জুমুআর সালাত সবগুলোর দায়িত্ব শাসক বা প্রশাসনের উপর ন্যস্ত।
كتاب الحدود
عن رجل من الصحابة يقول: الزكاة والحدود والفيء والجمعة إلى السلطان
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭৭৯
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৭৯) তাবিয়ি হাসান বসরি (১১০ হি.) বলেন, চারটি বিষয় শাসক বা প্রশাসনের উপরে ন্যস্ত: যাকাত সংগ্রহ ও বণ্টন, সালাত প্রতিষ্ঠা করা, শরীআত নির্ধারিত শাস্তিসমূহ প্রতিষ্ঠা করা এবং হত্যার শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা ।
كتاب الحدود
عن الحسن أربعة إلى السلطان: الزكاة والصلاة والحدود والقصاص (القضاء)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭৮০
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৮০) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো দাসী ব্যভিচার করলে তাকে শরীআতের নির্ধারিত শাস্তি হিসাবে বেত্রাঘাত করবে।
كتاب الحدود
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا زنت أمة أحدكم فليجلدها الحد