ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৭৮৪
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
দারুল হারব বা যুদ্ধরত শত্রুদেশে 'হদ্দ' প্রয়োগ করা হবে না
(১৭৮৪) যাইদ ইবন সাবিত রা. বলেন, শত্রুদেশে (যুদ্ধরত অমুসলিমদের দেশে) হদ্দ বা শরীআতি শাস্তি প্রয়োগ করা হবে না। কারণ এতে শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে অপরাধীরা শত্রুদের সাথে গিয়ে মিলতে পারে।
كتاب الحدود
عن زيد بن ثابت رضي الله عنه قال: لا تقام الحدود في دار الحزب مخافة أن يلحق أهلها بالعدو

তাহকীক:
হাদীস নং: ১৭৮৫
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
দারুল হারব বা যুদ্ধরত শত্রুদেশে 'হদ্দ' প্রয়োগ করা হবে না
(১৭৮৫) বুসর ইবন আরতাত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যুদ্ধের ময়দানে চোরের হাত কাটা হবে না।
كتاب الحدود
عن بسر بن أرطاة رضي الله عنه مرفوعا: لا تقطع الأيدي في الغزو

তাহকীক: