ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৮১৪
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
অভিযোগের ভিত্তিতে কয়েদ করা
(১৮১৪) বাহয ইবন হাকীম তার পিতা থেকে, তিনি তার দাদা (মুআবিয়া ইবন হাইদাহ রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে অভিযোগের ভিত্তিতে (অভিযোগ প্রমাণের জন্য অল্প কিছু সময়) আটক করেন অতঃপর তিনি তাকে ছেড়ে দেন।
كتاب الحدود
عن بهز بن حكيم عن أبيه عن جده: أن رسول الله صلى الله عليه وسلم حبس رجلا في تهمة ثم خلى سبيله

তাহকীক: