ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৮১৬
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
অমুসলিম বিবাহিত ব্যক্তি ‘মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত’ বলে গণ্য নয় এবং তাকে রজম করা হবে না। ইয়াহুদিকে রজম করার ব্যাখ্যা
(১৮১৬) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ‘মুহসান' বা 'রজমযোগ্য বিবাহিত' বলে গণ্য নয় ।
كتاب الحدود
عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم: من أشرك بالله فليس بمحصن

তাহকীক:
হাদীস নং: ১৮১৭
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
অমুসলিম বিবাহিত ব্যক্তি ‘মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত’ বলে গণ্য নয় এবং তাকে রজম করা হবে না। ইয়াহুদিকে রজম করার ব্যাখ্যা
(১৮১৭) মা'কিল ইবন মুকারি্রন মুজানি থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবন মাসউদ রা.র নিকট এসে বলেন যে, তাঁর এক ক্রীতদাসী ব্যভিচার করেছে। ইবন মাসউদ বলেন, তাকে ৫০টি বেত্রাঘাত করো। তাকে বলা হয়, মেয়েটি বিবাহিতা নয়। তিনি বলেন, মুসলিম হওয়াই তার বিবাহ বলে গণ্য।
كتاب الحدود
عن معقل بن مقرن المزني جاء إلى عبد الله فقال: إن جارية له زنت قال: اجلدها خمسين قال: ليس لها زوج قال: إسلامها إحصائها

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ১৮১৮
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
অমুসলিম বিবাহিত ব্যক্তি ‘মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত’ বলে গণ্য নয় এবং তাকে রজম করা হবে না। ইয়াহুদিকে রজম করার ব্যাখ্যা
(১৮১৮) কাবুস ইবন মুখারিক বলেন, (আলী রা.র গভর্নর) মুহাম্মাদ ইবন আবু বাকর সিদ্দীক খলীফা আলী রা.র নিকট চিঠি লিখেন একজন মুসলিমের বিষয়ে বিধান জানতে, যে একজন খ্রিস্টান মহিলার সাথে ব্যভিচার করেছে । তখন আলী রা. তাকে লিখেন, তুমি মুসলিমের উপর শরীআতের শাস্তি বা হদ্দ প্রতিষ্ঠা করো এবং খ্রিস্টান মহিলাকে তার ধর্মের মানুষদের হাতে তুলে দাও।
كتاب الحدود
عن قابوس بن مخارق أن محمد بن أبي بكر كتب إلى علي بن أبي طالب رضي الله عنه يسأله عن مسلم زنى بنصرانية فكتب إليه: أن أقم الحد على المسلم وادفع النصرانية إلى أهل دينها

তাহকীক: