ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৮৩৭
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
বারংবার মদপান করলে
(১৮৩৭) মুআবিয়া ইবন আবু সুফিয়ান রা. বলেন, মদপানকারীর বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি সে মদপান করে তবে তোমরা তাকে বেত্রাঘাত করবে । পুনরায় যদি সে মদপান করে তাহলে তোমরা তাকে বেত্রাঘাত করবে। পুনরায় যদি সে মদপান করে তাহলে তোমরা তাকে বেত্রাঘাত করবে। এরপর যদি সে চতুর্থবার আবার মদপান করে তাহলে তোমরা তাকে মৃত্যুদণ্ড প্রদান করবে।
كتاب الحدود
عن معاوية بن أبي سفيان رضي الله عنه مرفوعا في شارب الخمر: إذا شرب الخمر فاجلدوه ثم إذا شرب فاجلدوه ثم إذا شرب الثالثة فاجلدوه ثم إذا شرب الرابعة فاضربوا عنقه

তাহকীক:
হাদীস নং: ১৮৩৮
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
বারংবার মদপান করলে
(১৮৩৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি মদপান করবে তাকে তোমরা বেত্রাঘাত করবে। যদি সে চতুর্থবার মদপান করে তাহলে তোমরা তাকে হত্যা করবে। তিনি বলেন, অতঃপর নবী (ﷺ) এর নিকট একব্যক্তিকে আনয়ন করা হয় যে চতুর্থবার মদপান করেছে । তিনি তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন নি, বরং বেত্রাঘাত করেন ।
كتاب الحدود
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: من شرب الخمر فاجلدوه فإن عاد في الرابعة فاقتلوه. قال: ثم أتي النبي صلى الله عليه وسلم بعد ذلك برجل قد شرب الخمر في الرابعة فضربه ولم يقتله... فرأى المسلمون أن الحد قد وقع وأن القتل قد رفع... فجلد فكان ذلك ناسخا للقتل

তাহকীক: