ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৪০
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
দশ দিরহামের কমে হস্তকর্তন হয় না এবং এর বিপরীত বর্ণনার ব্যাখ্যা
(১৮৪০) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দশ দিরহামের কমে কর্তন নেই।
كتاب الحدود
عن عبد الله بن عمرو رضي الله عنه مرفوعا: لا قطع فيما دون عشرة دراهم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮৪১
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
দশ দিরহামের কমে হস্তকর্তন হয় না এবং এর বিপরীত বর্ণনার ব্যাখ্যা
(১৮৪১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে একটি বর্ম, ঢাল বা এই জাতীয় প্রতিরক্ষা পোশাকের মূল্যের কম মূল্যের কোনো দ্রব্য চুরির জন্য কোনো চোরের হাত কাটা হয় নি। আর এগুলো সবই অনেক মূল্যবান ছিল।
كتاب الحدود
عن عائشة رضي الله عنها قالت: لم تقطع يد سارق على عهد النّبي صلى الله عليه وسلم في أدنى من ثمن المجن ترس أو حجفة وكان كل واحد منهما ذا ثمن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮৪২
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
দশ দিরহামের কমে হস্তকর্তন হয় না এবং এর বিপরীত বর্ণনার ব্যাখ্যা
(১৮৪২) তাবিয়ি মুজাহিদ (১০২ হি.) ও তাবিয়ি আতা ইবন আবী রাবাহ (১১৪ হি.) বলেন, আইমান বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে বর্মের মূল্য ছিল এক দীনার বা দশ দিরহাম।
كتاب الحدود
عن عطاء ومجاهد عن أيمن قال: وكان ثمن المجن على عهد رسول الله صلى الله عليه وسلم دينارا أو عشرة دراهم