ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৮৪৪
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
খাদ্যদ্রব্য চুরি করলে হস্তকর্তন হয় না
(১৮৪৪) তাবিয়ি হাসান বসরি (১১০ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি খাদ্যের কারণে হস্তকর্তন করি না।
كتاب الحدود
عن الحسن مرفوعا : إني لا أقطع في الطعام

তাহকীক:
হাদীস নং: ১৮৪৫
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
খাদ্যদ্রব্য চুরি করলে হস্তকর্তন হয় না
(১৮৪৫) তাবিয়ি আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান ইবন আবু হুসাইন মাক্কি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঝুলিয়ে রাখা ফলের জন্য বা পাহাড়ের প্রান্তরে বিচরণকারী পশুর জন্য কোনো কর্তন নেই। যখন পশুকে গোয়ালে, খোয়াড়ে বা সংরক্ষিত করা হবে এবং খেজুর ইত্যাদি পাত্রে সংরক্ষিত হবে তখন কর্তন করা হবে, বর্মের মূল্য পরিমাণ দ্রব্য চুরি করলে।**
كتاب الحدود
عن عبد الله بن عبد الرحمن بن أبي حسين المكي مرفوعا: لا قطع في ثمر معلق ولا في حريسة جبل فإذا آواه المراح أو الجرين فالقطع فيما بلغ ثمن المجن.

তাহকীক: