ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৮৪৮
 ইসলাম নির্ধারিত দন্ডবিধি
দাস তার মালিকের দ্রব্য চুরি করলে কর্তন হবে না
(১৮৪৮) সায়িব ইবন ইয়াযীদ রা. বলেন, আব্দুল্লাহ ইবন আমর হাদরামি তার এক দাসকে নিয়ে উমার ইবনুল খাত্তাব রা.র নিকট আগমন করেন। তিনি বলেন, আমার দাসের হস্ত কর্তন করুন; কারণ সে চুরি করেছে। উমার বলেন, কী চুরি করেছে? তিনি বলেন, আমার স্ত্রীর একটি আয়না চুরি করেছে যার মূল্য ষাট দিরহাম। তিনি বলেন, একে ছেড়ে দাও, তার জন্য কোনো হস্তকর্তনের বিধান নেই। তোমাদেরই খাদেম তোমাদেরই দ্রব্য চুরি করেছে।
كتاب الحدود
عن السائب بن يزيد رضي الله عنه أن عبد الله بن عمرو الحضرمي جاء إلى عمر بن الخطاب رضي الله عنه بعبد له فقال: إقطع هذا فإنّه سرق فقال: ماذا سرق؟ قال: سرق مرآة لامرأتي ثمنها ستون درهما قال عمر: أرسله ليس عليه قطع خادمكم سرق متاعكم

তাহকীক: