ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৫৩
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
বারংবার চুরি করলে
(১৮৫৩) আলী রা. বলেন, যদি চোর চুরি করে তাহলে তার ডান হাত কাটা যাবে । যদি পুনরায় চুরি করে তাহলে তার বাম পা কাটা যাবে । এরপর যদি আবারো চুরি করে তাহলে তাকে জেলে ভরে রাখতে হবে তার ভালো হওয়া পর্যন্ত । আমি আল্লাহর কাছে লজ্জা পাই যে, তাকে আমি এমন অবস্থায় ছেড়ে দেব যে, তার পানাহার ও প্রাকৃতিক প্রয়োজন মেটানোর একটি হাতও থাকবে না এবং চলার মতো একটি পাও থাকবে না!
كتاب الحدود
عن علي بن أبي طالب رضي الله عنه قال: إذا سرق السارق قطعت يده اليمنى فإن عاد قطعت رجله اليسرى فإن عاد ضمنه السجن حتى يحدث خيرا إني أستحيي من الله أن أدعه ليس له يد يأكل بها ويستنجي بها ورجل يمشي عليها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮৫৪
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
বারংবার চুরি করলে
(১৮৫৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, এক চোরকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আনয়ন করা হয়। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও । তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র। তিনি বলেন, কর্তন করো । তখন (তার ডানহাত) কর্তন করা হয়। দ্বিতীয় বারে আবার তাকে আনা হল। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও। তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র। তিনি বলেন, কর্তন করো। তখন (তার বামপা) কর্তন করা হয় । তৃতীয় বারে আবার তাকে আনা হল। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও। তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র । তিনি বলেন, কর্তন করো। তখন (তার বামহাত) কর্তন করা হয়। চতুর্থ বারে আবার তাকে আনা হল। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও । তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র। তিনি বলেন, কর্তন করো । তখন (তার ডানপা) কর্তন করা হয়। পঞ্চম বারে আবার তাকে আনা হল । তিনি বলেন, একে হত্যা করো।
كتاب الحدود
عن جابر بن عبد الله رضي الله عنه قال: جيء بسارق إلى النبي صلى الله عليه وسلم فقال: أقتلوه فقالوا: يا رسول الله إنما سرق فقال: إقطعوه قال: فقطع ثم جيء به الثانية فقال: أقتلوه فقالوا: يا رسول الله إنما سرق فقال اقطعوه قال: فقطع ثم جيء به الثالثة فقال: أقتلوه فقالوا: يا رسول الله إنما سرق فقال: إقطعوه ثم أتي به الرابعة فقال: أقتلوه فقالوا: يا رسول الله: إنما سرق قال: اقطعوه فأتي به الخامسة فقال اقتلوه
tahqiq

তাহকীক: