ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৮৬৬
জিহাদ অধ্যায়
আল্লাহর পথে জিহাদকারীর মর্যাদা
(১৮৬৬) সাহল ইবন সা'দ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর পথে (জিহাদের জন্য) বিকালে পথ চলা এবং সকালে পথ চলা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম।
كتاب الجهاد
عن سهل بن سعد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الروحة والغدوة في سبيل الله أفضل من الدنيا وما فيها
তাহকীক:
হাদীস নং: ১৮৬৭
জিহাদ অধ্যায়
আল্লাহর পথে জিহাদকারীর মর্যাদা
(১৮৬৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ দায়িত্ব ও যিম্মাদারি গ্রহণ করে বলেছেন, যে ব্যক্তি তাঁর রাস্তায় বের হয়েছেন, তার বের হওয়ার একমাত্র কারণ হল, আমার প্রতি ঈমান ও আমার রাসূলগণকে সত্য বলে বিশ্বাস করা (মুসলিমের বর্ণনায়: তার বেরোনোর একমাত্র কারণ হল, আমার পথে জিহাদ করা এবং আমার প্রতি ঈমান), তাকে আমি তার প্রাপ্য সাওয়াব ও গনীমতসহ ফেরত নিয়ে আসব অথবা জান্নাতে প্রবেশ করাব।
كتاب الجهاد
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: انتدب (تضمن) الله لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان بي وتصديق برسلي (لا يخرجه إلا جهادا في سبيلي وإيمانا بي) أن أرجعه بما نال من أجر أو غنيمة أو أدخله الجنة...
তাহকীক:
হাদীস নং: ১৮৬৮
জিহাদ অধ্যায়
আল্লাহর পথে জিহাদকারীর মর্যাদা
(১৮৬৮) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর পথে নিহত হওয়া একমাত্র ঋণ ছাড়া বাকি সকল গোনাহ মার্জনা করে দেয়।
كتاب الجهاد
عن عبد الله بن عمرو بن العاص مرفوعا: القتل في سبيل الله يكفر كل شيء إلا الدين (يغفر للشهيد كل ذنب إلا الدين).
তাহকীক:
হাদীস নং: ১৮৬৯
জিহাদ অধ্যায়
আল্লাহর পথে জিহাদকারীর মর্যাদা
(১৮৬৯) আবু মুসা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার যুদ্ধ করার উদ্দেশ্য আল্লাহর বাণীকে বিজয়ী করা সেই আল্লাহর রাস্তায়।
كتاب الجهاد
عن أبي موسى رضي الله عنه مرفوعا: من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله عز وجل.
তাহকীক: