ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৭৮
জিহাদ অধ্যায়
জিহাদের জন্য পিতামাতাকে রাযি করাতে হবে
(১৮৭৮) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে জিহাদ করার জন্য অনুমতি প্রার্থনা করে। তিনি বলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? লোকটি বলে, হ্যাঁ । তিনি বলেন, তাহলে তাদের জন্য জিহাদ করো (তাদের সেবাযত্ন করাই তোমার জিহাদ)।
كتاب الجهاد
عن عبد الله بن عمرو رضي الله عنهما يقول: جاء رجل إلى النّي صلى الله عليه وسلم فاستأذنه في الجهاد فقال: أحي والداك؟ قال: نعم قال: ففيهما فجاهد
হাদীস নং: ১৮৭৯
জিহাদ অধ্যায়
জিহাদের জন্য পিতামাতাকে রাযি করাতে হবে
(১৮৭৯) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, (একব্যক্তি জিহাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করলে তিনি তাকে বলেন) তুমি তোমার পিতামাতার নিকট ফিরে যাও এবং তাদের অনুমতি প্রার্থনা করো। তারা যদি অনুমতি প্রদান করেন তাহলে জিহাদ করবে। আর তা নাহলে তুমি তাদের সেবা করবে।
كتاب الجهاد
عن أبي سعيد الخدري رضي الله عنه نحوه وفيه: قال ارجع إليهما فاستأذنهما فإن أذنا لك فجاهد وإلا فبرهما
tahqiq

তাহকীক: