ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৯০২
জিহাদ অধ্যায়
অমুসলিম নাগরিককে হত্যার নিন্দা
(১৯০২) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোনো যিম্মি বা অমুসলিম নাগরিককে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।
كتاب الجهاد
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا: من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة أربعين عاما
tahqiq

তাহকীক: